11407

03/14/2025 পাকিস্তানে বাসে আগুন, মৃত্যু ১৭

পাকিস্তানে বাসে আগুন, মৃত্যু ১৭

আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর ২০২২ ২২:২৮

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন বাড়িতে ফিরে আসার সময় তাদের বহনকারী বাসে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত সিন্ধু প্রদেশের দাদু জেলার কিছু লোক নিজেদের বাড়িতে ফিরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

বন্দর শহর করাচিকে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে বুধবার (১২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, “ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো।”
বাসটিতে প্রায় ৩৫ জনের মতো যাত্রী ছিল বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]