11410

04/04/2025 আবারও ভাইরাল মিষ্টি নায়িকা শ্রাবন্তী

আবারও ভাইরাল মিষ্টি নায়িকা শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

১৩ অক্টোবর ২০২২ ২৩:০৬

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও সংবাদের শিরোনাম হয়েছেন। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, বিয়ে, প্রেম- এসব নিয়ে আলোচনা-সমালোচনা হয় নেটিজেনদের মধ্যে। এবার শ্রাবন্তীর ‘বাথটাব’ ফটোশুটের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন।

ফটোশুটের ছবি ফেসবুকে পোস্ট করে শ্রাবন্তী ক্যাপশনে লিখেন, ‘যদি এটা আপনাকে খুশি রাখে, তাহলে শান্ত থাকুন।’ হ্যাশট্যাগ দেখে মনে হচ্ছে জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্যই এই ফটোশুট করেছেন শ্রাবন্তী।

তার এই পোস্টে কমেন্ট করেছেন অভিনেতা ওম সাহানি। তার কমেন্টের উত্তরও দিয়েছেন অভিনেত্রী। এ ছাড়াও শ্রাবন্তীর এই পোস্টে অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গেছে।

এমনিতেই নেটদুনিয়ায় বেশ অ্যাক্টিভ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও পোস্ট করে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]