11433

03/14/2025 বাগদাদে গ্রিন জোনে ৯ রকেট হামলা

বাগদাদে গ্রিন জোনে ৯ রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২২ ০৫:৩২

ইরাকের বাগদাদে সরকারি ভবন ও বিদেশি দূতাবাস এলাকায় (গ্রিন জোন) ৯টি রকেট হামলা করা হয়েছে। নতুন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন দেশটির বিতর্কিত পার্লামেন্টের অধিবেশন শুরুর প্রাক্কালে এ হামলা করা হয়।
সামরিক বাহিনীর এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

সংবাদমাধ্যমটির প্রতিবেদক মাহমুদ আব্দেল ওয়াহেদ জানান, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এ হামলাগুলোতে অনেক বেসামরিক মানুষ এবং দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহত হয়েছেন।

আব্দেল জানান, পার্লামেন্টের দফতরের তথ্যানুযায়ী পার্লমেন্টের অধিবেশন শুরুর আগে নিরাপত্তা এলাকা অন্তত ৯টি রকেট আঘাত হেনেছে। তবে এ পার্লমেন্টের অধিবেশন শক্তিশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের জোটের সদস্যরা বর্জন করেছেন।

গত সপ্তাহে ইরাকের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্ধারণের ভোটের সময় গ্রিন জোনে রকেট আঘাত হনে।

গত বছর জাতীয় নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন শিয়া নেতা মুক্তাদা আল সাদর। তবে জোটের সমর্থন অর্জনে ব্যর্থ হলে তিনি সরকার গঠন করতে পারেননি। এরপর থেকে কয়েক মাস ধরে দেশটির রাজনৈতিক অবস্থা অচল হয়ে আছে।

দেশটির প্রেসিডেন্ট পদটি বিশাল আনুষ্ঠানিক পদ। তবে এটিকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। কারণ বিশাল পার্লামেন্ট থেকে সরকার গঠন করতে প্রার্থীদের আহ্বান করেন প্রেসিডেন্ট।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]