স্কুল ব্যাগের বায়না মেটাতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী মোসাম্মদ নীলা (১১)।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে ওই শিশুর মৃতদেহ বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।
নিহত শিশুর বাবা সোহেল কবিরাজ এর বরাত দিয়ে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিয়োগান্তক ঘটনাটি এলাকায় শোকাবহ অবস্থার সৃষ্টি করেছে।