11476

03/13/2025 ‘জিনের বাদশা’ সেজে প্রতারণা

‘জিনের বাদশা’ সেজে প্রতারণা

কক্সবাজার থেকে

১৬ অক্টোবর ২০২২ ২১:৫৫

গ্রামের সহজ-সরল লোকদের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন ‘জিনের বাদশা’ নামে পরিচিত দুই ব্যক্তি। প্রায় দেড় বছর ধরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সাহেব খানপাড়ার ইসহাকের দুই ছেলে বাপ্পী বৈদ্য ও আরাফাত এ প্রতারণা করছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বাপ্পী বৈদ্যের বাড়িতে চকরিয়ার বিভিন্ন এলাকার নারী-পুরুষের ভিড়। উপজেলার কৈয়ারবিল এলাকা থেকে চিকিৎসা নিতে আসা বশির আহমদ জানান, গত এক মাসে চারবার এসে বাপ্পী বৈদ্যের কাছে চিকিৎসা নিয়েও কোনো সুফল পাননি। তাই আজকে এসেছেন টাকা ফেরত নিতে।

বাপ্পী বৈদ্যের ছোটভাই আরাফাত জানান, দুই বছর আগে বাজারে বাজারে ঝালমুড়ি বিক্রি করত তার বড়ভাই বাপ্পী। বর্তমানে জিনের সন্ধান পাওয়ায় আল্লাহর রহমতে তাদের আর ঝালমুড়ি বিক্রি করতে হয় না। এখানে তাদের প্রচুর ইনকাম হয়।

তিনি আরো জানান, প্রতিদিন তাদের বাড়িতে চিকিৎসা নিতে মানুষ লাইন ধরে। প্রশাসনকে ম্যানেজ করে তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এলাকার চেয়ারম্যান-মেম্বার সবাই তাদের কার্যক্রমের বিষয়ে জানেন বলেও জানান আরাফাত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]