সকাল বেলার কুয়াশার উপস্থিতি উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের আগমনী বার্তা দিচ্ছে। ইতোমধ্যে বাজারে শীতকালীন সবজি বিক্রি হতে শুরু করেছে। আগাম সরবরাহ হওয়া এসব সবজির দাম গত এক সপ্তাহে কমে ভোক্তাদের ক্রয়ক্ষমতায় আসতে শুরু করেছে। তবে বেড়েছে পেঁয়াজ আর কাঁচা মরিচের দাম। গত দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারি ও খুচরা বাজারে কেজিতে ৫ টাকা করে বেড়েছে। কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।
শনিবার (১৫ অক্টোবর) জেলা শহরের খুচরা ও পাইকারি বাজার থেকে এসব তথ্য জানা গেছে।
কুড়িগ্রাম শহরের জিয়া বাজার থেকে জানা যায়, গত দুই দিনের ব্যবধানে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেড়েছে। এলসি পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা এবং দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত বৃহস্পতিবারও এলসি পেঁয়াজ ৩৫ টাকা এবং দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি বিক্রি হয়েছে।
এদিকে শীতের আগমনে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, গত ১৫-২০ দিন আগে ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, চিচিঙ্গা, ধনেপাতাসহ শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে। সরবরাহের শুরুতে আকাশচুম্বী দাম থাকলেও দুই সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কমতে শুরু করেছে। বিভিন্ন সবজির সরবরাহও বাড়ছে।
জিয়া বাজারের সবজি ব্যবসায়ী জানান, সরবরাহের শুরুতে গত ১৫-২০ দিন আগে ফুলকপি প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) তা প্রতিকেজি ৬০ টাকায় নেমে এসেছে। বাঁধাকপি শুরুতে প্রতিকেজি ১০০ টাকায় বিক্রি হলেও প্রতি কেজি ৪০ টাকা বিক্রি হয়েছে।
এছাড়া মুলা প্রতি কেজি ৬০ টাকা থেকে নেমে ৪০ টাকা, ধনেপাতা দেড়শ’ টাকা থেকে নেমে ১০০ টাকা, শিম ১৬০ টাকা থেকে নেমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থানীয়ভাবে উৎপাদিত গাজরের সরবরাহ শুরু না হওয়ায় অস্ট্রেলিয়ান গাজর নামে এক প্রকার গাজর প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দামও চড়া, প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।