11495

03/14/2025 বিকিনি পরে সৈকতে নেচে ঝড় তুললেন নোরা

বিকিনি পরে সৈকতে নেচে ঝড় তুললেন নোরা

বিনোদন ডেস্ক

১৭ অক্টোবর ২০২২ ০৩:০৫

বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা ফাতেহি। তার নৃত্যকৌশল নিয়ে প্রশ্ন তোলার মতো মানুষ খুঁজে পাওয়া বিরল। সঙ্গীতের তালে নোরার শরীর যেন স্বর্গের রূপসীদের মতো দুলে ওঠে। নাচের সময় তার শরীরী ভাষায় বুঁদ হয়ে থাকেন দর্শকরা। সেই নোরা এবার গোলাপি বিকিনি পরে সমুদ্রসৈকতে নেচে ঝড় তুললেন।

রবিবার (১৬ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন নোরা। ভিডিওটি থাইল্যান্ডের একটি সৈকতে শুট করা।

এতে দেখা যায়, গোলাপি বিকিনি আর ছোট একটি জিনস্‌ পরে দুই পুরুষ সঙ্গীকে নিয়ে উদ্দাম নাচে মেতেছেন নোরা। সমুদ্রের দিক থেকে আসা হাওয়ায় চুল উড়ে যাতে নাচে ব্যাঘাত না ঘটে, সে কারণে চুলও বেঁধে নেন তিনি। এ ছাড়া রিসোর্টের সুইমিংপুলের কাছে একটি গানে কোমর দোলাতে দেখা গেছে নোরাকে। সেই নাচের ভিডিওতেও লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, আইটেম গানের শিল্পী হিসেবে বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন নোরা। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’ ও ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও কাজ করেছেন নোরা। তেলেগু, মালয়ালম এবং তামিল ছবিতে সরব উপস্থিতি তার।

তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও পারফর্ম করেছেন তিনি।

মরোক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান আর হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাদের অভিনীত সিনেমাগুলো দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটা ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন ২৩ বছরের নোরা। আর এর পাঁচ বছরের মাথায় বলিউডের চোখে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]