11518

09/19/2024 আমির-কিয়ারর বিজ্ঞাপন নিয়েও বিতর্ক

আমির-কিয়ারর বিজ্ঞাপন নিয়েও বিতর্ক

বিনোদন ডেস্ক

১৭ অক্টোবর ২০২২ ২১:৫১

বলিউডে বেশ কয়েকটি দশর্কপ্রিয় ছবি উপহার দিয়ে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছেন কিয়ারা আদভানি। হাতে আছে একগুচ্ছ ছবি। এরই ধারাবাহিকতায় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গেও জুটি বেঁধেছেন। প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে তাদের। তবে তাদের প্রথম কাজই বিতর্কের মুখে পড়েছে।

বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, ‘বিদাই’ হওয়ার পর নতুন বউ কিয়ারাকে নিয়ে বাড়ি ফিরছেন আমির খান। আমিরকে বলতে শোনা যায়, ‘এই প্রথম দেখলাম, বিদাই হয়ে গেল অথচ নতুন বউ কাঁদছে না।’ তখন কিয়ারা উত্তরে বলেন, ‘তুমিও তো কাঁদছ না।’

পরের দৃশ্যেই বাড়ি পৌঁছে নতুন বউকে আমির বলেন, ‘এ ঘরে প্রথম পদক্ষেপ কে রাখবে?’ কিয়ারার পাল্টা প্রশ্ন, ‘এই ঘরে নতুন কে?’, আমিরের উত্তর, ‘আমিই তো নতুন।’ ঠিক তখনই কিয়ারা হাতের ইশারায় আমিরকে ঘরে পা রাখতে বলেন। আমিরও সেই মতো পা রাখেন।

অপরদিক থেকে বিজ্ঞাপনে কিয়ারার মাকে বলতে শোনা যায়, ‘নতুন জামাইকে স্বাগত।’ কিয়ারাও আমিরকে ধন্যবাদ জানান, এতবড় পদক্ষেপ করার জন্য।’ তখন হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় আরও এক প্রবীণ ব্যক্তিকে। এরপরেই ব্যাকগ্রাউন্ডে আমির খানের ভয়েস ওভারে শোনা যায়, ‘দীর্ঘদিন ধরে যে প্রথা চলছে, সেটাই চলতে থাকে। কেন এমনটা হয়? সে কারণেই ব্যাংকিং সেক্টরের সমস্ত প্রথা নিয়ে প্রশ্ন তুলব। যাতে আপনারা সেরা পরিষেবাটাই পান।’

বিজ্ঞাপনে মূলত, সমাজে যুগ যুগ ধরে চলা আসা প্রথায় পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছিল। তাই নিয়েই শুরু হয় বিতর্ক। ফলে চাপের মুখে পড়ে নেটদুনিয়া থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ।

তবে অনেকেরই মন্তব্য, জনরোষের মুখে পিছু হটল স্বাধীন চিন্তার প্রদর্শন, দিন বদলের স্বপ্ন। এই বিজ্ঞাপনের মাধ্যমে দিন বদলের বার্তা দিয়েছিল ব্যাংকটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]