11559

04/22/2025 অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে একই পরিবারের ৩ জন নিহত

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে একই পরিবারের ৩ জন নিহত

মুন্সীগঞ্জ থেকে

১৮ অক্টোবর ২০২২ ২২:৪৪

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি দম্পতি ও তাঁদের ছেলে । রোববার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে দেশটির রাজধানী ক্যানবেরার পশ্চিমের হুইটলাম এলাকার কপিন্স ক্রসিং রোডে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন ওই দম্পতির বড় ছেলে চিকিৎসক আনোয়ার জাহিদ।

তাঁদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর এলাকায়। নিহতরা হলেন- শহিদুল ইসলাম (৬০), তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা (৫৫) ও ছেলে রনি (২২)। গুরুতর অবস্থায় ক্যানবেরার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন ডা. আনোয়ার জাহিদ।

পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা। তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। ছেলে রনি গত বছর এইচএসসি পাস করেন।

শহিদুল ইসলামের ছোট ভাই ওমর ফারুক জানান, বড় ছেলে ডা. আনোয়ার জাহিদের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে গত ২৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যান তাঁর ভাই-ভাবি ও তাঁদের মেজো ছেলে রনি। গত রোববারের দুর্ঘটনায় তাঁরা তিনজনই নিহত হন। গুরুতর আহত বড় ছেলের শারীরিক অবস্থাও তেমন ভালো নয় বলে শুনেছেন তিনি।

মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, সরকারিভাবে এখনও কোনো খবর তাঁদের কাছে আসেনি। তবে স্থানীয়দের মাধ্যমে মৃত্যুর খবর পেয়েছেন। এ বিষয়ে যে কোনো সহযোগিতা প্রয়োজন হলে পুলিশ পাশে থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]