নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার (১১) নামে মাদারীপুরে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।
শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া একই ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের লোকমান ফকিরের মেয়ে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নানাবাড়ি বেড়াতে যাচ্ছিল লামিয়া। কিন্তু মেয়েটি পথেই নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। পরে মাদারীপুর সদর থানায় জিডি করেন লামিয়ার বাবা। গতকাল শুক্রবার রাতে একটি ফসলি জমিতে তার লাশ দেখে পুলিশে খবর দেন আশপাশের লোকজন। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।
লামিয়ার বাবা জানান, কিছু বখাটে ছেলে তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে। তাদের কোনো শত্রু নেই। আর কোনো কারণে মেয়েকে কেউ হত্যা করবে না। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।