11680

04/22/2025 আবারও ফরিদপুরে কুমির আতঙ্ক

আবারও ফরিদপুরে কুমির আতঙ্ক

ফরিদপুর থেকে

২৩ অক্টোবর ২০২২ ০১:০৫

ফের ফরিদপুরের পদ্মার চরে কুমির আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার (২২অক্টোবর) ভোরে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এক গৃহবধূ কুমিরের কামড়ের শিকার হয়েছেন বলে জানা গেছে।

আহত নারীর নাম পারুলী বেগম। তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত বছর একই স্থান থেকে বড় আকারের একটি কুমির ধরা পড়েছিল। সেই কুমিরটিকে বন বিভাগ খুলনায় নিযে যায়। এদিকে, কুমিরের কামড়ে একজন আহত হওয়ার খবরে এলাকায় ফের আতঙ্ক বিরাজ করছে।

আহত গৃহবধূ পারুলী বেগম জানান, ফজর নামাজের পর হাঁস-মুরগির ছোটাছুটির শব্দ শুনে তিনি ঘর থেকে বের হন। এরপর তিনি ঘর থেকে বের হলে কুমির তার হাত ও পায়ে কামড় দেয়। পরে তার চিৎকারে তার স্বামী এসে বাঁশ দিয়ে কুমিরকে পেটাতে থাকে। পরে কুমিরটি বাড়ির পাশের বড় একটি দীঘিতে নেমে যায়।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াররম্যান মোস্তাকুজ্জামান জানান, বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জের কর্মকর্তাদের জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]