11694

03/14/2025 ২ কোটি ৬৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

২ কোটি ৬৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

ঝিনাইদহ থেকে

২৩ অক্টোবর ২০২২ ০৩:১৯

ঝিনাইদহের যাদবপুর সীমান্ত থেকে ৩২ পিস স্বর্ণের বারসহ ইমাম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে ৫৮ বিজিবি।

শনিবার (২২ অক্টোবর) সকালে মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইমাম হোসেন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।

৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোরের চৌগাছা এলাকা থেকে মোটরসাইকেল যোগে একটি স্বর্ণের বার ভারতে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থান নেয় বিজিবি। পরে সন্দেহ হলে বিদ্যালয়ের সামনে থেকে ৩২পিস স্বর্ণের বারসহ ইমাম হোসেনকে আটক করা হয়।

শাহীন আজাদ জানান, ইমাম হোসেনের কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত ৩২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে যার ওজন ৩ কেজি ৭১৯ গ্রাম। আনুমানিক মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।

তিনি আরও জানান, এর আগেও ৫৮ বিজিবির সদস্যরা কয়েকটি স্বর্ণের বার জব্দ করেছেন। চোরাকারবারীরা যেন মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু পাচার করতে না পারে সে ব্যাপারে তারা সতর্ক রয়েছেন। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]