11698

03/14/2025 সিনেমার দৃশ্যে চুম্বনের নেপথ্যকাহিনি

সিনেমার দৃশ্যে চুম্বনের নেপথ্যকাহিনি

বিনোদন ডেস্ক

২৩ অক্টোবর ২০২২ ০৩:৫৮

সিনেমায় একটিও চুম্বন দৃশ্য নেই একথা শুনলে মন খারাপ হয়ে যায় হলের দর্শকদের। লুকিয়ে-চুরিয়ে অনেকেই জেনে নিতে চান, কিছুই কি নেই? বিষয়টা নির্মাতারাও জানেন। তাই দর্শক টানতে চিত্রনাট্যে ঢুকিয়ে দেন অন্তরঙ্গ মুহূর্ত।

অবশ্যই যদি ছবির মূল বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক হয়। তবে আন্তর্জাতিক সিনেমাপ্রেমী দর্শক বলবেন, বলিউডে চুম্বনদৃশ্য তুলনায় বেশ কম। অনেক সময় আড়ষ্ট, আরোপিত বলেও মনে হয়। এবার ফাঁস হল সেই তথ্য। বলিউড চুম্বনের নেপথ্যকাহিনি শুনলে চমকে উঠবেন অনেকেই।

পর্দার নায়ক-নায়িকারা যত চুমু খান তার বেশিরভাগই নাকি মিছামিছি। ঠোঁটে ঠোঁট লাগাতেই হয় না এ সব চুম্বনদৃশ্যে। ক্যামেরার কারসাজিতে বোকা বনে যান দর্শকও। কারণ, দর্শকের ভাল লাগলেও অভিনেতা-অভিনেত্রীরা অনেক সময় চুমু খেতে চান না পরস্পরকে। সে জন্যই রয়েছে বিকল্প ব্যবস্থা।

প্রথমেই মনে আসতে পারে সালমান খানের কথা। তিনি তো বলিউডের ‘চিরকুমার’! যতই নায়িকাদের নিয়ে তার সঙ্গে জল্পনা চলুক, পর্দায় কোনও দৃশ্যে চুমু খাননি সালমান। তা হলে ‘ম্যায়নে পেয়ার কিয়া’কীভাবে সম্ভব হল? কৃতিত্ব পরিচালক সূরজ বরজাতিয়ার। সালমান আর ভাগ্যশ্রী যখন চুম্বনদৃশ্যে রাজি হলেন না, দু’জনকেই কাচের গায়ে চুমু খেতে বলেছিলেন তিনি।

সম্পাদনায় পরে সেটা জুড়ে দেওয়া হয়। শোনা যায়, একবার খুব খেপে গিয়েছিলেন সালমান, যখন সাজিদ নাদিয়াওয়ালা ‘কিক’-এ একটি চুম্বনদৃশ্য রেখেছিলেন। পরে সালমানের জন্যই সেই দৃশ্য বাদ দিতে হয়েছিল পরিচালককে। তবে কিছু কিছু সিনেমায় নায়ক-নায়িকা স্বেচ্ছায় চুমু খেয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]