11710

04/11/2025 দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

নোয়াখালী থেকে

২৩ অক্টোবর ২০২২ ২২:২৯

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় নুরুল আফসার (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত আনুমানিক ১টার দিকে দেশটির ফ্রি ইস্ট প্রভিন্স বোসাবেলো নামক শহরে এ ঘটনা ঘটে।

নুরুল আফসার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘাট মৌলভী বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে।

নিহতের বন্ধু আফ্রিকা প্রবাসী জয়নাল আবেদীন রুবেল জানান, নুরুল আফসার প্রতিদিনের মতো তার ব্যবসায়ীক দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী দোকানে ঢুকে অতর্কিত গুলি চালায়। তাৎক্ষণিক তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সন্ত্রাসীরা দোকানের ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই মাহফুজ স্বপন জানায়, নিহত নুরুল আফসার ২০১১ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস ও ব্যবসা করে আসছেন।

এদিকে, নুরুল আফসারের খুনের ঘটনার খবর দেশে পৌঁছলে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]