11733

03/14/2025 বুয়েট মসজিদের পেছনে মিললো কর্মচারীর মরদেহ

বুয়েট মসজিদের পেছনে মিললো কর্মচারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২২ ০৩:৪৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মসজিদের পেছন থেকে ওলিয়ার রহমান (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে।

ওলিয়ার রহমান বুয়েটের সিনিয়র পেইন্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বুয়েটের ভেতরেই থাকতেন।

রোববার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম জানান, আমরা বিকেল ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আঘাতের চিহ্নের জায়গায় হলুদ মাখানো রয়েছে। ঘটনাটি ঘটেছে রাত ৩টার দিকে কিন্তু পুলিশকে জানানো হয়েছে বিকেল ৩টায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]