11766

03/15/2025 সম্প্রতি ‘তাম্মি’ ওয়েব ফিকশনে অভিনয় করেছেন দীঘি

সম্প্রতি ‘তাম্মি’ ওয়েব ফিকশনে অভিনয় করেছেন দীঘি

বিনোদন ডেস্ক

২৭ অক্টোবর ২০২২ ০২:১৭

শিশুকাল থেকেই দর্শকদের কাছে পরিচিত প্রার্থনা ফারদীন দীঘি। বড় হয়ে নায়িকা হিসাবেও এরইমধ্যে অভিনয় করেছেন সিনেমায়। কাজ করেছেন ওয়েব সিরিজেও। সম্প্রতি তিনি ‘তাম্মি’ নামে একটি ওয়েব ফিকশনে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন মাহিয়া মাহমুদা।

এ ফিকশনে নাম ভূমিকায় দেখা যাবে দীঘিকে। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, এবারই প্রথম কোনো কাজে নাম ভূমিকায় অভিনয় করেছি। একজন নারীর সংগ্রামী জীবনের গল্প এ ওয়েব ফিকশনে তুলে ধরা হয়েছে।

আমিও চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পরিচালকও আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস প্রচারে এলে এটি দর্শকের ভালো লাগবে।’ শিগগিরই এ ফিকশনটি একটি নতুন অ্যাপে প্রচারে আসবে বলে জানিয়েছেন দীঘি। এদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। তবে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]