11778

04/02/2025 বয়সের কারনে বাদ পড়লেন সারা

বয়সের কারনে বাদ পড়লেন সারা

বিনোদন ডেস্ক

২৭ অক্টোবর ২০২২ ০৬:২৪

‘দ্য ইমমর্টাল অশ্বাথামা’ নামে একটি ছবিতে ভিকি কৌশল আর সারা আলী খান জুটি হয়ে কাজ করার কথা। প্রায় দুই বছর আগে ছবিটি কাজ শুরুরও ঘোষণা আসে। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি।

করোনার পরও বাজেট সমস্যার কারণে কাজটি শুরু করতে পারেননি প্রযোজক রনি স্ক্রুওয়াল। এবার জানা গেলো, নির্মিত হতে যাচ্ছে ‘দ্য ইমমর্টাল অশ্বাথামা’। তবে এথেকে বাদ দেওয়া হয়েছে সারা আলী খানকে।

সূত্রের বরাতে ইন্ডিয়া টুডের খবর ‘সিনেমাটির কাজ দীর্ঘ দিন থেমে থাকার পর ফের কাজ শুরু করা হয়েছে। চিত্রনাট্যে অনেক পরিবর্তন করা হয়েছে। আগের চিত্রনাট্য অনুযায়ী একজন তরুণী মেয়ের চরিত্র ছিলো। এই চরিত্রেই সারাকে চুক্তি করা হয়। তবে চরিত্রে পরিবর্তন হওয়ার কারণে এখন আর সারা আলী খান থাকছেন না। চরিত্র অনুযায়ী এখন ভিকির বিপরীতে সারার চেয়ে একটু বেশি বয়সী নায়িকা নেওয়া হবে।’

সারা আলী খানের পরিবর্তে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। তবে সামান্থা রুথ প্রভুকে নেওয়ার আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। প্রি-প্রোডাকশনের জন্য নির্মাতারা ৮-১০ মাস ব্যয় করবেন বলে ইন্ডিয়া টুডের খবর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]