11812

04/04/2025 ফিলিপাইনে বন্যায় প্রাণহানি বেড়ে ৭২

ফিলিপাইনে বন্যায় প্রাণহানি বেড়ে ৭২

আন্তর্জাতিক ডেস্ক

২৯ অক্টোবর ২০২২ ২৩:৪০

ফিলিপাইনের কয়েকটি প্রদেশে গ্রীষ্মকালীন ঝড় ‘নালগা’য় সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

আজ শনিবার সকালে ফিলিপাইনের কাটানডোয়ানেস প্রদেশের পূর্বে ঝড়ে একটি ভূমিধস হয়েছে। সেখানে ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতি থেকে ১৬০ কিলোমিটার বেগে ঝড় বইছে।

ফিলিপাইনের দুর্যোগ সংস্থার মুখপাত্র বার্নাডো রাফেলিতো আলেজানড্রোদ ডিজেএমএম রেডিও স্টেশনকে বলেন, মাগুইন্দানাও প্রদেশে সবচেয়ে বড় আঘাত এসেছে। সেখানে ৬৭ জন লোক মারা গেছেন। এছাড়া সুলতান কুদারাতে দুজন, দক্ষিণ কোটাবাতোতে দুজন ও মধ্য ফিলিপাইনের ভিসায়াস অঞ্চলজুড়ে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ১৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা সর্বশেষ বুলেটিনে জানায়, নালগা নামের ঝড়টি আজ শনিবার রাজধানী মেনিলা ও তার আশপাশের প্রদেশগুলোতে ভারী ও মুষলধারে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটি লুজান উপদ্বীপকে বিচ্ছিন্ন করেছে।

মেনিলা থেকে আলজাজিরার সাংবাদিক বারনালি লো জানান, ফিলিপাইনের রাজধানীতে টানা ১০ ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে। এতে রোববার (৩০ অক্টোবর) পর্যন্ত বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হচ্ছে।

এ সাংবাদিক আরো বলেন, টানা ভারী বৃষ্টি কাদাধস, ভূমিধস ও আকস্মিক বন্যা সৃষ্টি করছে। এখন মাগুইন্দানাও প্রদেশের এক গ্রামে আকস্মিক বন্যায় ৬৭ জনের মৃত্যু হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]