1183

03/13/2025 উখিয়ায় ৮০ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

উখিয়ায় ৮০ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

জেলা সংবাদদাতা, কক্সবাজার

৪ আগস্ট ২০২০ ১৮:৫৭

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজার এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

আটক আনোয়ারুল হক (২৫) কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের-১ (ব্লক-এ-১১) আ. মোতালেবের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক প্রেস নোটে রোহিঙ্গা যুবক আটক ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে কুতুপালংয়ের কচুবনিয়া রাস্তার মাথা থেকে রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে আটক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর হাতে থাকা কালো রঙের পলিথিন ব্যাগ তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাবের নিয়মিত অভিযানিক দল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

আটক আসামিকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]