1198

04/06/2025 এবার আমিরাতের মার্কেটে ভয়াবহ আগুন (ভিডিও)

এবার আমিরাতের মার্কেটে ভয়াবহ আগুন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

৬ আগস্ট ২০২০ ১৮:৫৯

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের পর এবার সংযুক্ত আরব আমিরাতের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজমানের শিল্পাঞ্চলে অবস্থিত ওই মার্কেটে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় পাশের একটি হাসপাতালে থাকা রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সেই আগুনের ভিডিও। বিশাল আগুনের কুণ্ডলী ও ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা।

জানা গেছে, আগুন নেভাতে কাজ করছে বেসামরিক নিরাপত্তা বাহিনী। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, একটি ইরানি দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। করোনাভাইরাস মহামারির কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল দোকানটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com