রাজধানীর ভাটারা থেকে সৌদি আরবে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৩।
গ্রেফতাররা হলেন- মো. আলীম হোসেন (৩০) এবং তার সহযোগী মো. আসলাম মিয়া (২৫)।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৩।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ভাটারায় অভিযান চালায় র্যাব-৩। অভিযানে সৌদি আরবে মানবপাচারকারী চক্রের মূলহোতা আলীম হোসেন এবং তার সহযোগী আসলাম মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, আসামিরা ভুক্তভোগীদের কাছ থেকে সৌদি আরবে রেস্টুরেন্টে কাজের ভালো ভিসা, উচ্চ বেতন, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে সৌদি আরবে পাঠান। তারা ভুক্তভোগীদের সৌদিতে একটি সংঘবদ্ধ চক্রের কাছে বিক্রি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন।
মানবপাচারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৩।