ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ১৫০ কোটি টাকার চেক প্রতারণা মামলায় ব্যাংকটির সাবেক পরিচালক মোহাম্মদ নুর উন নবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ সোমবার সকালে চট্টগ্রাম পঞ্চম মহানগর হাকিম আদালতের বিচারক সাদ্দাম হোসেন এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে হাজির করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন আদালত।
এফএসআইবিএল হালিশহর শাখা চেক প্রতারণার ওই মামলাটি দায়ের করেন। মোহাম্মদ নুর উন নবী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন শেখ মুজিব রোডের মিঠাগলির মেসার্স আক্তার এন্টারপ্রাইজের প্রোপাইটর এবং লক্ষীপুর জেলার নবীনগর থানাধীন সাংকি ভাঙ্গা এলাকার মৃত নুর-উন রহমানের ছেলে।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হালিশহর শাখার ১৫০ কোটি টাকার চেক প্রতারণা মামলায় ব্যাংকটির সাবেক পরিচালক নুর উন নবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মহানগর হাকিম আদালত।
গত ১৩ সেপ্টেম্বর ২০০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে একই ব্যাংকের আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছিলেন আদালত।