12027

04/11/2025 দেশে ডলারের সংকট নেই, দা‌বি পররাষ্ট্রমন্ত্রীর

দেশে ডলারের সংকট নেই, দা‌বি পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর ২০২২ ০৫:০৫

দেশে ডলারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বর্তমানে দে‌শে ৩৪ থে‌কে ৩৫ বিলিয়ন ডলার রিজার্ভ র‌য়ে‌ছে।

আজ মঙ্গলবার বুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে তিনি দা‌বি ক‌রেন।

ড. মো‌মেন জানান, দে‌শে ২০০১-০৬ সালে রিজার্ভের পরিমাণ ছিল ৩ বিলিয়ন ডলার। এর ম‌ধ্যেই ওঠানামা করত। এখন ৩৪ থে‌কে ৩৫ বিলিয়ন ডলার। আমাদের এখন কোনো ডলার সংকট নেই। ডলা‌রের অভাব নেই। এটা নিয়ে মি‌ডিয়া বি‌ভিন্ন রক‌মের প্রচারণা কর‌ছে।

মো‌মেন ব‌লেন, অনেক দুষ্টু লোক এলসিতে ওভার ইনভয়েসের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে। এগু‌লো চেক করা দরকার। প্রায়ই আপনা‌দের মি‌ডিয়া‌তে শু‌নি বি‌দে‌শে টাকা পাচার হ‌চ্ছে। এ ব‌্যাপা‌রে সরকার একটা অ‌্যাকশন নি‌চ্ছে, এটা ভা‌লো। সরকার সবগু‌লো ডকু‌মেন্ট যাচাই-বাছাই ক‌রে দেখ‌ছে।

এলসি নিয়ে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এটা বাংলাদেশে ব্যাংক বা বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে ব‌লেও জানান মন্ত্রী।

গ‌্যাস-‌বিদ‌্যু‌তের কার‌ণে দে‌শে উৎপাদন ব‌্যাহত হ‌চ্ছে। সরকার কী ধর‌নের ব‌্যবস্থা নি‌চ্ছে, এমন প্রশ্নের জবাবে মো‌মেন ব‌লেন, এটা সত‌্য। অন‌্যান‌্য দেশ এটা রেশ‌নিং ক‌রে‌ছে। উন্নত দেশ রেশ‌নিং ক‌রে‌ছে। এটা মূলত যু‌দ্ধের কার‌ণে। এ‌তে ক‌রে সাপ্লাই চেইন ব‌্যাহত হ‌য়ে‌ছে। বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার ব্রুনাই ও কাতার থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে।

তি‌নি ব‌লেন, দু‌নিয়া‌তে সব জায়গায় গ‌্যা‌সের সংকট। জার্মান চায়না থে‌কে গ‌্যাস নি‌তে চায়। চায়না স্বপ্রণো‌দিত হ‌য়ে ব‌লে‌ছে, তারা আমাদের সহ‌যো‌গিতা কর‌বে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]