12036

04/20/2025 বনানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বনানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর ২০২২ ২১:২৫

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে বনানীর ৫ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শেরপুর জেলার হাজীপুর থানার দাতিয়া পাড়া গ্রামের মৃত হারেজ আলীর ছেলে বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসা মাসুদ রানা নামের এক ব্যক্তি জানান, বনানী ৫ নম্বর গেট এলাকায় ওই মোটরসাইকেল আরোহীকে রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেলের পাশে পড়ে থাকতে দেখে তিনি ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]