12192

04/22/2025 মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মায়ের

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মায়ের

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২২ ২২:০৯

মাদারীপুরের কালকিনিতে মেয়েকে শীতের পোশাক দিতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় রেকসোনা বেগম (৪১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হোসেন। তিনি বলেন, সোমবার রাতে দুর্ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূ রেকসোনা উপজেলার সিডিখান এলাকার নতুনচর দৌলতখান গ্রামের আলাউদ্দিন ঢালীর স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, রেকসোনা বেগমের মেয়ে সুমাইয়া বাড়ির পাশের সিডিখান মমতাজ মহিলা মাদরাসায় পড়ালেখা করে। সোমবার সন্ধ্যার দিকে শীত অনুভূত হলে রেকসোনা মেয়ের জন্য একটি শীতের পোশাক নিয়ে মাদরাসার দিকে রওনা দেন। পথিমধ্যে মিয়ারহাট এলাকায় রাস্তা পারাপারের সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল রেকসোনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে রেকসোনা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্বামী আলাউদ্দিন ঢালী বলেন, আমাদের সন্তান যাতে শীতে কষ্ট না করে সেজন্য স্ত্রী শীতের পোশাক দিতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই।

কালকিনি থানার ওসি মো. শামীম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]