12207

03/13/2025 ঢামেক থেকে মোবাইল চোর আটক

ঢামেক থেকে মোবাইল চোর আটক

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২২ ০২:৪০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মো. সজীব (২৪) নামের এক চোর সদস্যকে আটক করেছে ঢামেকের আনসার সদস্যরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার আব্দুর রউফ জানান, মোবাইলসহ তাকে হাতেনাতে ধরে হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, এর আগেও ঢামেক এলাকা থেকে কয়েকবার চুরির ঘটনায় তাকে আটক করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেলর ৮০১ নম্বর ওয়ার্ড থেকে একটি স্মার্ট মোবাইলসহ এক চোরকে আটক করেছে আনসার সদস্যরা। পরে আমাদের কাছে নিয়ে আসলে আমরা শাহবাগ থানার পুলিমের কাছে তাকে হস্তান্তর করি।

তিনি জানান, আটক মো. সজীব ঢাকার বাড্ডা এলাকার মো. রমজান আলীর সন্তান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]