12347

04/11/2025 ৪৮-এর ডি ক্যাপ্রিওতে ডুবেছেন ২৭-এর জিজি

৪৮-এর ডি ক্যাপ্রিওতে ডুবেছেন ২৭-এর জিজি

বিনোদন ডেস্ক

২১ নভেম্বর ২০২২ ২১:৫৯

নিউ ইয়র্কের একই রেস্তোরাঁ থেকে বেরোলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ও জিজি হাদিদ। কিন্তু আলাদা আলাদা। কিন্তু ভেতরে যে তারা একসঙ্গে ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই।

লিওকে দেখা যায় তার এক বন্ধুর সঙ্গে। আলোকচিত্রীরা ছেঁকে ধরার আগেই তারা দ্রুত রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়িতে উঠে যান। অন্য দিকে তার একটু পরই নীল স্কার্ফে মুখ ঢেকে জিজি বেরিয়ে আসেন ভেতর থেকে।

অনেকেই মনে করছেন, লুকোনো সম্পর্ককে এ বার পরের ধাপে নিয়ে গেছেন ‘টাইটানিক’-এর নায়ক এবং মডেল-তারকা। লিওনার্দোর বয়স এখন ৪৮, আর জিজির ২৭। দু’জনের বয়সের পার্থক্য ২০ বছর হলে কী হবে, মনে মনে তাদের সম্পর্ক যে ঘন হয়ে উঠছে, তা প্রকাশ্যে আসছে ক্রমশ।

সামাচিক যোগাযোগ মাধ্যমে অনুসরণকারীর সংখ্যা দু’জনেরই বিপুল। সদ্য বিবাহবিচ্ছেদের পর লিওর সঙ্গে জিজির সম্পর্ক নিয়ে বিদ্রুপ চলতেই থাকে। তবে সেসব গায়ে মাখছেন না এ জুটি।

সম্প্রতি মিলান ফ্যাশন উইক উপলক্ষে ইতালি গিয়েছিলেন জিজি। সেখানেও তার সঙ্গে দেখা করে এসেছেন ‘শাটার আইল্যান্ড’-এর অভিনেতা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]