124

03/13/2025 চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১২

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১২

জেলা প্রতিনিধি

২২ মার্চ ২০২০ ০৫:০৬

কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট অফিসের সামনে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হিউমান হলারের ১২ যাত্রী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত দশটার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা করা হয়েছে বলে জানিয়েছে লোহাগাড়া থানা পুলিশ।

ঘটনাস্থলে থাকা চুনতি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আলমগীর বলেন, চট্টগ্রাম শহরমুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ১২ জনের মরদেহ উদ্ধার করি। আরও ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আহতদের মধ্যে ৪ থেকে ৫ জনের অবস্থা আশংকাজনক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]