1240

04/11/2025 এবার নাটকে মিশা সওদাগর

এবার নাটকে মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক

১১ আগস্ট ২০২০ ২০:১৪

চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর প্রথমবারের মতো টিভি নাটকে অভিনয় করলেন। ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ শিরোনামের একটি ধারাবাহিকে দেখা যাবে তাকে। এটি নির্মাণ করেছেন তারিক মুহাম্মদ হাসান।

মিশা সওদাগর বলেন, ‘গল্পের কারণেই প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছি। গল্পটি আমার কাছে ভালো লেগেছে। নাটকে উঠে এসেছে তিনটি বাড়ির ত্রিভূজ প্রেমের গল্প। আমার বিশ্বাস, এটি দর্শকদের ভালো লাগবে।’

নির্মাণের পাশাপাশি ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’র রচনা ও চিত্রনাট্য করেছেন তারিক মুহাম্মদ হাসান নিজেই। মিশা ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণসহ আরও অনেকে।

নির্মাতা জানান, ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ ধারাবাহিকটি আগামী ১৯ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত সাড়ে ৮টায় নাগরিক টিভিতে প্রচার হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]