12422

03/13/2025 তাজরীন ট্রাজেডির ১০ বছর : বিচার ও ক্ষতিপূরণ দাবি

তাজরীন ট্রাজেডির ১০ বছর : বিচার ও ক্ষতিপূরণ দাবি

ডেস্ক রিপোর্ট

২৪ নভেম্বর ২০২২ ০৪:১০

তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিকের মৃত্যুর ১০ বছর পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল ২৪ নভেম্বর। তবে এতো বছরেও বিচার না হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। একই সঙ্গে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করেছে সংগঠনটি।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীমের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

এতে বলা হয়েছে, বিচারের দীর্ঘসূত্রিতা বিচারহীনতার নামান্তর। রাষ্ট্রপক্ষ তাজরীন মালিকসহ অপরাধীদের রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যেকোনো মূল্যে সব শ্রমিক হত্যাকাণ্ডের বিচার আদায় করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে তাজরীন গার্মেন্ট শ্রমিক হত্যাকাণ্ডে দায়ী দেলোয়ারসহ অন্যান্য ব্যক্তিদের জামিন বাতিল করে গ্রেপ্তার করতে হবে। তাজরীন, রানা প্লাজা, ট্যাম্পাকো, মাল্টিফ্যাবস, সীতাকুণ্ড বিস্ফোরণ, বাঁশখালীতে পুলিশের গুলি, সেজান জুসসহ সব শ্রমিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এছাড়া এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]