12478

03/13/2025 উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞান চর্চা বাড়াতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞান চর্চা বাড়াতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২২ ০৫:৩৯

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিজ্ঞান ছাড়া বর্তমান বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানো যাবে না। তাই উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞান চর্চা বাড়াতে হবে।

শনিবার (২৬ নভেম্বর) গাজীপুর কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, কুসংস্কার ও বিপথগামীতা থেকে বাঁচাতে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী করতে হবে। প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে তাল মিলিয়ে না চললে আমরা পিছিয়ে পড়ব।

তিনি বলেন, উন্নত বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, তার মূল চালিকাশক্তি হচ্ছে বিজ্ঞান। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তির উত্তম ব্যবহার ছড়িয়ে দিতে মন্ত্রী শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের আহ্বান জানান।

পরে মন্ত্রী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মান্নান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]