1275

04/04/2025 ইনকিলাব সম্পাদক বাহাউদ্দীনের বিরুদ্ধে শাহজাহান খানের মামলা

ইনকিলাব সম্পাদক বাহাউদ্দীনের বিরুদ্ধে শাহজাহান খানের মামলা

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২০ ০২:৩৪

সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাহজাহান খান ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। আজ রোববার ঢাকা মহানগর মুখ্য হাকিমের (সিএমএম) আদালতে শাহজাহান খান এ মামলা করেন।

বর্তমান এ সংসদ সদস্যের মেয়ে ঐশী খানের ভুয়া করোনা সনদ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়া নিয়ে পত্রিকাটিতে সম্পাদকীয় প্রকাশ করায় তিনি এ মামলা করেছেন। মামলায় কাদেরিয়া পাবলিকেশন অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদেরকেও আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]