12764

03/14/2025 সমুদ্রের মাঝে ঝলসে উঠছেন জাহ্নবী

সমুদ্রের মাঝে ঝলসে উঠছেন জাহ্নবী

বিনোদন ডেস্ক

১০ ডিসেম্বর ২০২২ ২২:১১

ছুটি কাটাতে প্রায়ই মালদ্বীপ উড়ে যান জাহ্নবী কাপুর। নির্জন এই দ্বীপ নায়িকার প্রিয় হলিডে ডেস্টিনেশনও বলা যায়। এখনও তিনি আছেন সেই প্রিয় হলিডে ডেস্টিনেশনে। উপভোগ করছেন মধুর সফর।

সেখান থেকেই সোশ্যাল সাইটে ছবি শেয়ার করছেন ভক্তদের জন্য। তেমনই একটি ছবিতে দেখা যাচ্ছে- নীলচে-সবুজ সমুদ্রের মাঝে নিয়ন রঙের বিকিনিতে ঝলসে উঠছেন অভিনেত্রী। তার খোলা গায়ে পিছলে যাচ্ছিল সকালের রোদ। বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকালেন নায়িকা।

জাহ্নবী নিজেই লিখলেন, এলোমেলো চুল, আকাশে রঙের ছটা, অসীম সমুদ্র আর লোনা বাতাস।

নির্জন দ্বীপে গাছগাছালির ফাঁকে কাদামাটির পথ। সেখানে পায়ে হেঁটে ছোটখাটো অভিযানও সেরে ফেলেছেন ইতিমধ্যে। বৃহস্পতিবারও রঙিন সমুদ্রপোশাকে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, শেষ ২৪ ঘণ্টা দারুণ মজা হয়েছে।

ছবিগুলি দেখে মনে হয়, জাহ্নবী একাই আছেন, আশপাশে আর কোনও বন্ধুবান্ধব বা চেনা মুখ নজরে আসেনি এখনও। সব ক’টি ফ্রেমে একাই একশো জাহ্নবী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]