চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ' এর উদ্যোগে ১২ ডিসেম্বর ওটারচর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনি পর্যন্ত ছাত্র ছাত্রীদের অংশগ্ৰহণে শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাবৃত্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্লাহ প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মো. নাজমুল হক সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন শফিক, অর্থ সম্পাদক মিজানুর রহমান মুন্সী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান, সিনিয়র শিক্ষক নূরুল আমিন ঢালী, ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য ঢালী কামরুজ্জামান হারুন, সিনিয়র শিক্ষক গোলাম হায়দার মোল্লা, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল আলম প্রধান, প্রধান শিক্ষক আশিকুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন হিসেবে ২০০৪ আত্নপ্রকাশ করে তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ৷ প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিদ্যালয়ের শিক্ষারমান ও অবকাঠামো উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ততা বজায় রেখেছে৷