12846

04/11/2025 রাজপাল যাদবের স্কুটার ধাক্কা মারল কলেজ শিক্ষার্থীকে

রাজপাল যাদবের স্কুটার ধাক্কা মারল কলেজ শিক্ষার্থীকে

বিনোদন ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২২ ২২:২৪

শুটিং চলাকালে বলিউড অভিনেতা রাজপাল যাদবের স্কুটার এক কলেজ শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ওই কলেজ শিক্ষার্থী।

কলেজ শিক্ষার্থীর পক্ষ থেকে শুটিংয়ের অব্যবস্থাপনা এবং দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ আনা হলেও পাল্টা অভিযোগ করা হয়েছে রাজপাল ও শুটিং ইউনিটের পক্ষ থেকে।

রাজপাল যাদব এবং শ্যুটিংয়ের আরও কয়েক জন থানায় জানিয়েছেন, ওই শিক্ষার্থীসহ আরও কয়েক জন শ্যুটিং চলাকালীন সেখানে এসে নানা রকম সমস্যা সৃষ্টি করেন, শ্যুটিংয়ের কাজে বাধা দেন।

পুলিশ বলছে, রাজপাল শ্যুটিংয়ের জন্য যে স্কুটারটি চালাচ্ছিলেন, সেটি বেশ পুরনো। রাজপাল সেটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। স্কুটারটির ক্লাচের তারও ছেঁড়া ছিল। সেই অবস্থায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে স্কুটারটি গিয়ে শিক্ষার্থীকে ধাক্কা মারে। বিষয়টি নিয়ে পরে তদন্ত হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com