1302

04/05/2025 কাশিমপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

কাশিমপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

জেলা সংবাদদাতা, গাজীপুর

২২ আগস্ট ২০২০ ২৩:৪৯

গাজীপুরের কাশিমপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। দুপুরে কোনাবাড়ি- নরসিংহপুর সড়কের সুড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন অপু ময়মনসিংহের ফুলপুর থানার ভাট্টা গ্রামের আব্দুল আজিজ এর ছেলে। কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ জানায়, মোটর সাইকেল নিয়ে নরসিংহপুর থেকে কাশিমপুরের সুড়াবাড়ী এলাকার বাসায় ফিরছিলো মোস্তাকিন। এসময় রাজধানীর মীরপুরগামী কিরনমালা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলসহ সড়কের উপর ছিটকে পড়ে মোস্তাকিন। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই স্কুল ছাত্র। বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]