13094

04/22/2025 সড়কে প্রাণ গেল শ্যালক ও দুলাভাইয়ের

সড়কে প্রাণ গেল শ্যালক ও দুলাভাইয়ের

গোপালগঞ্জ থেকে

২৮ ডিসেম্বর ২০২২ ২৩:০১

গোপালগঞ্জের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মৃত আবুবক্কার সিদ্দিকের ছেলে মারুফ (৩২) ও একই উপজেলার আলমগীর তালুকদারের ছেলে বাইজিদ (১৮)। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ (ওসি) আবু নাইম মোজাম্মেল হক বলেন, ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাগেরহাট এর মোড়লগঞ্জে ফিরছিলেন মারুফ ও বাইজিদ। পথিমধ্যে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া নামকস্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]