132

03/13/2025 করোনায় মৃত ব্যাক্তির আরেক প্রতিবেশি মারা গেলেন

করোনায় মৃত ব্যাক্তির আরেক প্রতিবেশি মারা গেলেন

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২০ ০৫:২৩

করোনা আক্রান্ত হয়ে মিরপুরের টোলারবাগে মারা যাওয়া ব্যক্তির এক প্রতিবেশী মারা গেছেন বলে জানা গেছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত করতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে ( আইইডিসিআর) একাধিকবার কল করেও কা্উকে পাওয়া যায়নি। ৭৬ বছর বয়সী ওই ব্যক্তিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে সন্দেহ রয়েছে। এজন্য আইইডিসিআর তার নমুনাও সংগ্রহ করেছিল।

ওই ব্যক্তি নাম মোজাম্মেল হক। একাধিক সূত্র জানায়, মোজাম্মেল হকের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য নিয়েছিল আইইডিসিআর। সেখানে পরীক্ষায় পজিটিভ এসেছে। রবিবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।

এরআগে ওই এলাকায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন বলে গণমাধ্যমে খবর রয়েছে। তবে আইইডিসিআর রোববার সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেছে সেখানে নতুন করে কারো মৃত্যুর কথা জানানো হয়নি। তবে যে ব্যক্তির মৃত্যুর কথা বলা হচ্ছে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা যাচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]