13217

04/20/2025 ঢাবিতে শীতার্তদের মাঝে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

ঢাবিতে শীতার্তদের মাঝে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

৫ জানুয়ারী ২০২৩ ০৫:৫৫

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ তানভীর হাসান সৈকত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডা. মো এনামুর রহমান বলেন, আমি ছাত্রলীগকে তাদের কর্মের জন্য ভালোবাসি। যখন কৃষকের ধান কাটার লোক থাকে না তখন ছাত্রলীগ তাদের ধান কেটে দেয়। দুর্যোগ দুর্বিপাকে ছাত্রলীগ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। করোনার সময় মানুষের মাঝে অক্সিজেন নিয়ে সেবা দিয়েছে। বিগত কয়েক বছরে ছাত্রলীগ যেভাবে সকল দুর্যোগ দুর্বিপাকে দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়িয়েছে, যেভাবে নিজেদের সুসংগঠিত করে শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হতে পেরেছে।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ছাত্রলীগ মানে বস্তুত একটি অনুভূতি ও প্রত্যয়ের নাম। জাতির পিতা এভাবেই তার সংগঠনকে গড়ে দিয়েছেন। যেকোনো প্রতিকূল পরিবেশে দেশ রক্ষার্থে রুখে দাঁড়ানোর অদম্য নাম ছাত্রলীগ। অদম্য গতিতে মানবিক সাংগঠনিক কাজের স্বাভাবিক একটি কাজ এই শীতবস্ত্র বিতরণ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। আজকে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। ইতোমধ্যে ৫ কোটি শিক্ষার্থী স্মার্ট বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে। আমরা স্মার্ট ক্যাম্পাসও স্মার্ট শিক্ষাব্যবস্থার কথা বলছি। শিক্ষার্থীদের সমস্যা ও সংকটে আমরা পাশে থাকব।

এর আগে সকাল ৮টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ। পরে সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]