1350

04/05/2025 জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন 

জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন 

আর্ন্তজাতিক ডেস্ক

২৮ আগস্ট ২০২০ ২০:০৯

স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শুক্রবার (২৮ আগস্ট) জাপানের স্থানীয় গণমাধ্যম এমনটি বলা হয়েছে।

জানা গেছে,শুক্রবারই জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে,সেখানেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে'র প্রতিবেদনে বলা হয়েছে,অসুস্থতা বেড়ে যাওয়ায় অ্যাবে পদত্যাগ করতে চাচ্ছেন।
গত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল যে অসুস্থ রয়েছেন শিনজো অ্যাবে। কিন্তু সম্প্রতি দুইবার তার হাসপাতালে যাওয়াকে অনেকে সংশয়ের চোখে দেখেছেন।

গত বুধবারও অ্যাবে ফের হাসপাতালে গিয়েছিলেন বলে জানা গেছে। জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে,স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যাচাই করতে হাসপাতালে গেছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]