13885

03/31/2025 অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে নাদালকে ছুঁলেন জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে নাদালকে ছুঁলেন জোকোভিচ

ক্রীড়া ডেস্ক

৩০ জানুয়ারী ২০২৩ ০৫:০৮

ভ্যাকসিন জটিলতার কারণে গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে অংশই নিতে পারেননি। বিমানবন্দর থেকেই তাকে সার্বিয়া পাঠিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া সরকার। এক বছর পর সেই টুর্নামেন্টেই নতুন ইতিহাস গড়লেন নোভাক জোকোভিচ। গ্রিক তারকা স্টেফানো সিৎসিফাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতেছেন সার্বিয়ান মহাতারকা।

রোববার রড লেভার অ্যারেনায় ফাইনালের লড়াইয়ে সিৎসিফাসের মুখোমুখি হন জোকোভিচ। শিরোপার মঞ্চে সার্বিয়ান মহাতারকাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখেই রেখেছিলেন ২৪ বছর বয়সী সিৎসিফাস।

তাই দুটো সেট গড়িয়েছে টাইব্রেকারে। রুদ্ধশ্বাস লড়াই চললেও শেষ হাসি হেসেছেন জোকোভিচই। ৬-৩, ৭-৬, ৭-৬ গেমে টানা তিন সেট জিতে শিরোপা নিজের করে নেন ৩৫ বছর বয়সী এ তারকা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]