14191

03/29/2025 কুমিল্লার চমক, রাতেই ঢাকা আসছেন নারিন ও রাসেল

কুমিল্লার চমক, রাতেই ঢাকা আসছেন নারিন ও রাসেল

ক্রীড়া ডেস্ক

৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:০৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের সেরা চার ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত হয়েছে আগেই। প্লে-অফের লড়াইয়ে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে।

শেষ চারের লড়াইয়ে দলকে আরো শক্তিশালী করতে নতুন করে দুই তারকা ক্রিকেটারকে দলে যুক্ত করেছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি।

সোমবার রাতেই ক্যারিবিয়ান দুই তারকা সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল যোগ দিচ্ছেন কুমিল্লা শিবিরে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন। জানা গেছে, দলে যোগ দিয়ে পরের দিন মঙ্গলবার বরিশালের বিপক্ষে মাঠে নামবেন রাসেল-নারিনরা।

এদিকে মোহাম্মদ রিজওয়ান-খুশদিল শাহরা ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ ছেড়েছেন। পাকিস্তানিরা চলে গেলেও কুমিল্লা দলের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরো দুই ক্রিকেটার জনসন চার্লস ও চ্যাডউইক ওয়ালটন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]