14219

04/22/2025 গাছে ঝুলছিল বিধবার মরদেহ

গাছে ঝুলছিল বিধবার মরদেহ

সিরাজগঞ্জ থেকে

৮ ফেব্রুয়ারি ২০২৩ ০১:১৫

সিরাজগঞ্জের কামারখন্দে বাড়ির আঙিনার একটি গাছ থেকে ছালেকা (৫০) নামের এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কর্ণসূতি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ছালেকা কর্ণসূতি গ্রামের মৃত তফজ্জল মন্ডলের মেয়ে। তার স্বামী অনেক আগে মারা যাওয়ায় তিনি বাবার বাড়িতেই থাকতেন।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশার কারণে ওই বিধবা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]