14589

03/26/2025 বিক্রি হবে রোনালদোর বাড়ি, কিনতে খরচ পড়বে কত

বিক্রি হবে রোনালদোর বাড়ি, কিনতে খরচ পড়বে কত

ক্রীড়া ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৫১

গত ডিসেম্বরে ইংল্যান্ডের পাট চুকিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন মরুর দেশ সৌদি আরবে। ওল্ড ট্রাফোর্ডের বাড়ি ছেড়ে বান্ধবী আর সন্তানদের নিয়ে রিয়াদে বিলাসবহুল হোটেলে বসবাস করছেন পর্তুগিজ তারকা।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, বিক্রি করা হবে রোনালদোর ইংল্যান্ডের চেশায়ারের বাড়িটি। আর বিলাসবহুল বাড়িটি বিক্রির দায়িত্বে থাকা আবাসন এজেন্ট জ্যাকসন-স্টপস এরই মধ্যে আগ্রহী ক্রেতার জন্য বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানাচ্ছে, আধুনিক সব সুযোগসুবিধা থাকা বাড়িটি কিনতে গুনতে হবে ৫.৫ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ কোটি টাকা।

কি আছে রোনালদোর বাড়িটিতে?

রোনালদোর চেশায়ারের বাড়িটিতে আছে সাতটি বেডরুম ও ছয়টি বাথরুম। আছে একটি হাই-টেক ফিটনেস রুম। বিশাল একটি সুইমিংপুলের সঙ্গে আছে জাকুজ্জি (সুইমিংপুলের সঙ্গে থাকা বাথটাব, যেখানে গরম পানির বাষ্প বের হয় এবং ম্যাসাজেরও ব্যবস্থা থাকে)।

এছাড়া একটি সিনেমা দেখার কক্ষের সঙ্গে রোনালদোর আধুনিক ও বিলাসবহুল সেই বাড়িতে আছে প্যাডল টেনিস কোর্ট। গাড়ি রাখার মতো একটি গ্যারেজও আছে সেখানে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]