14618

04/23/2025 চট্টগ্রামে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম থেকে

২২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৯

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকায় একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মো. ইদ্রিস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল হালিম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই ভবনে বিভিন্ন দোকান এবং গোডাউন রয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]