14728

09/19/2024 দেশের চেয়ে সিনেমা বড় নয় : রণবীর কাপুর

দেশের চেয়ে সিনেমা বড় নয় : রণবীর কাপুর

বিনোদন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫৩

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব বহু পুরোনো। সাম্প্রতিককালে দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান পুরোপুরি বন্ধ। কিছু দিন আগে সেই পাকিস্তানের ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে সমালোচনায় পড়েন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এবার বিষয়টি পুরোপুরি খোলাসা করলেন অভিনেতা। জানালেন, দেশের চেয়ে সিনেমা বড় নয়।

গত বছর রেড সি চলচ্চিত্র উৎসবের মঞ্চে এক পাকিস্তানি পরিচালক রণবীর কাপুরকে পাকিস্তানি ছবিতে অভিনয়ের কথা বললে, রণবীর জানিয়েছিলেন তিনি একেবারেই রাজি। সেই সময় রণবীর বলেছিলেন ‘আমার মনে হয় শিল্প এবং শিল্পীর কাজের মাঝে কোনো কাঁটাতারের বেড়াজাল থাকতে পারে না।’

ফাওয়াদ খান অভিনীত ‘দ্য লেজেন্ড অফ মাওলা জাট’ সিনেমাটি পাক মুলুকে বিপুল সাফল্য পায়। এর জন্য পাক ফিল্ম ইন্ডাস্ট্রিকে অভিনন্দনও জানান রণবীর। তারপর বলেন, ‘অবশ্যই পাকিস্তানি সিনেমায় কাজ করতে চাইব।’

এই ইস্যু নিয়ে নিজ দেশে বিতর্কের মুখে পড়েছিলেন রণবীর। তবে ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবির প্রচারে এসে সেই পুরোনো কথা তুলে তিনি বললেন, ‘আমার উক্তির ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি একেবারেই দেশকে নিয়ে কোনো ভুল মন্তব্য করিনি। শিল্প দেশের চেয়ে বড় নয়।’ সেই সঙ্গে রণবীর আরও বলেন, ‘যদিও আমি মনে করি সিনেমা সিনেমাই হয়। শিল্প শিল্পই।’

উল্লেখ্য, আগামী ৮ মার্চ মুক্তি পেতে চলেছে লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবিটি। এতে প্রথমবারের মতো রণবীর কাপুরের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুভব সিং, ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]