14738

04/04/2025 শহীদ পুলিশ স্মৃতি কলেজে নৈতিক শিক্ষা দেওয়া হয় : আইজিপি

শহীদ পুলিশ স্মৃতি কলেজে নৈতিক শিক্ষা দেওয়া হয় : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৫২

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, শহীদ পুলিশ স্মৃতি কলেজের শিক্ষার্থী যারা আছে, আমি বিশ্বাস করি তারা মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত নয়। এই প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিকতার মান অনেক উঁচুতে। আমি আশা করি, আগামী দিনে তারা এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, এ কলেজ গড়ে উঠেছে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের স্মরণে। এই প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকেই অত্যন্ত সফলভাবে সফলতা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি তার সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই সামনে এগিয়ে চলছে। এ বছরও প্রতিষ্ঠান ভালো ফলাফল অর্জন করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দেখে যেতে পারব কিনা জানি না। কিন্তু আজকে যারা আছো, তারাই হবে ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ। তোমরা প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ দেখে যাবে। তোমরা স্মার্ট বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। এ জন্য লেখাপড়ার পাশাপাশি ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন আছে।

বইমেলায় জঙ্গি হামলার হুমকিতে আতঙ্কিত না হওয়ার অনুরোধ

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বইমেলায় জঙ্গি হামলার হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, এর আগেও হামলা চালানোর ঘটনা উল্লেখ করে বিভিন্ন ব্যক্তিদের কাছে চিঠি দেওয়া হয়েছিল। আমরা সব বিষয় খতিয়ে দেখছি। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]