1493

04/12/2025 জুতার ভেতর সাপ, প্রাণ হারালো নারী

জুতার ভেতর সাপ, প্রাণ হারালো নারী

জেলা সংবাদদাতা, ময়মনসিংহ

৫ সেপ্টেম্বর ২০২০ ০১:৪৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে লক্ষ্মী রাণী কর্মকার (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা গ্রামে। নিহত লক্ষ্মী রাণী ওই গ্রামের মানিক লাল কর্মকারের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লক্ষ্মী রাণী গভীর রাতে ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে বাইরে যেতে চাইলে চকি থেকে নেমে জুতা পায়ে দিতে চান। এ সময় জুতার ভেতর লুকিয়ে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে চিৎকার দিলে লোকজন ছুটে এসে সাপটিকে ধরে ফেলে। একপর্যায়ে লক্ষ্মী রাণীর ক্ষতস্থানের ওপর কাপড় বাঁধা হয়। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় ওঝা ডেকে রাতভর ঝাড়-ফুঁক করা হয়। এতে তার অবস্থার উন্নতি না হলে শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]