মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ বিভিন্ন সরকারি ওষুধ। ওষুধের গায়ে কমিউনিটি ক্লিনিক লেখা থাকলেও আশপাশে নেই কোনো কমিউনিটি ক্লিনিক।
শনিবার (৪ মার্চ) সকালে উপজেলার দুর্গাবদী এলাকার কাঁঠালের ব্রিজ সংলগ্ন দারাদিয়া এলাকার সড়কের পাশে মেয়াদউত্তীর্ণ ও মেয়াদ রয়েছে এমন ওষুধ পড়ে থাকতে দেখা যায়।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সড়কের পাশে বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ ভিটামিন এ ক্যাপসুল রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে রাতের আধারে কে বা কারা অধিকাংশ ওষুধ সরিয়ে ফেলে। কিন্তু এখনো বেশ কিছু ওষুধ রাস্তা পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। শনিবার সকালে গিয়েও ওষুধগুলো পড়ে থাকতে দেখা যায়। কিছু ওষুধের ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে।
পথচারী খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার বিকেলে সড়কের পাশে ক্লিনিকের ওষুধ দেখতে পাই। কারা এই সরকারি ওষুধগুলো রেখে চলে গেছে। সরকারি সম্পদ এভাবে ক্ষতি করা ঠিক না। এদিকে মানুষ ঠিকমতো ওষুধ পায় না আর তারা সরকারি ওষুধ রাস্তা ফেলেছে। যারা করেছে তাদের আইনের আওতায় আনা উচিত।
নুহু খন্দকার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি গতকাল গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দুজন লোক আমাকে বলল রাস্তার পাশে খাদে অনেক ওষুধ পড়ে রয়েছে। তবে আজ আবার যখন আসলাম, দেখলাম অনেক ওষুধ কেউ নিয়ে গেছে। আমরা জানি না, ওষুধগুলো কোথা থেকে কীভাবে এসেছে বা কারা নিয়ে গেছে।’
রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল জানান, এতগুলো ওষুধ একত্রে রাস্তার পাশে পড়ে থাকা ভাবনার বিষয়। কারণ এতগুলো ওষুধ একটি কমিউনিটি ক্লিনিক কখনো একবারে পায় না। ওষুধগুলো কোথা থেকে এসেছে কিভাবে এসেছে তা তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।