করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত এবং বাজারে নজরদারি অব্যাহত রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে।
করোনার অবস্থাকে পুঁজি করে অসাধু ব্যাবসায়ীরা যেনো দেশের বাজার অস্থিতিশীল করতে না পারে সে জন্য বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখার পাশাপাশি পণ্যমূল্য স্থিতিশীল রাখতে বাজারব্যবস্থা পর্যবেক্ষণ এবং আমদানি-রফতানি বিষয়েও নজর রাখবে এ নিয়ন্ত্রণ কক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।